1 Answers
মেকানিক্যাল ছাত্র-ছাত্রীদের জন্য যে সফটওয়্যার গুলো ভালো করে জানা আবশ্যকঃ
- Solid Modeling Software: SolidWorks, CATIA, ProE etc– এই সফটওয়্যার এর সাহায্যে যেকোন প্রব্লেমের প্রকৃত শেপ আনা সম্ভব। এটা এনালাইসিসের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- Analysis and Simulation: ANSYS, COMSOL, HyperMesh etc– ডিজাইনিং এর পরের স্টেপ হলো এনালাইসিস করা যা এই সফটওয়্যার এর সাহায্যে করতে পারেন।
- Programming Language: C++, JAVA, PYTHON etc.– এই সফটওয়্যার গুলো শুধুই কম্পিউটার সাইন্সের ছাত্র-ছাত্রীদের জন্য নয়। Complex computational fluid dynamics (CFD) এর ক্ষেত্রে এই সফটওয়্যার দিয়ে সমাধান করা হয়, এছাড়া প্রোগ্রামিং এর বেসিক মেকানিক্যাল ছাত্র-ছাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয়।
- MATLAB: এই সফটওয়্যার টি মেকানিক্যাল ছাত্র-ছাত্রীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং কাজের।
আমাদের Recommendation SolidWorks, ANSYS and JAVA তে ভালো বেসিক থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন। এছাড়া আপনি চাইলে অটোক্যাড করতে পারেন।
Please login or Register to submit your answer